
আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোর:যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা কুটিবাড়ী শ্মশান নামক স্থানে ইয়াবা সেবনকালে দুই জন ইয়াবা সেনবকারী আটক
গোপান সংবাদের ভৃত্তিতে কেশবপুর থানাপুলিশ ও কেশবপুর উপজেলার সহকারী কমিশনার ভুমি ও বিজ্ঞ নির্বাহিম্যাজিস্ট্রেট মোঃ শরিফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক করেন
ইযাবা সেবন কারী দুই জন আসামী
(১) আঃসালাম সবুজ(৪০) (২)তুহিন হোসেন (২৪) কে
কেশবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃশরীফ নেওয়াজ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা আদায় করা হয়৷
এ সময় ভ্রার্ম মান আদালত পরিচালনা উপস্হিত ছিলেন
জনাব মোঃআনোয়ার হোসেন
অফিসার ইনচার্জ,কেশবপুর থানাও পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ। দুই ইয়াবা সেবনকারী কে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কেশবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইন চার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন কেশবপুরে কোন প্রকার মাদকের বিস্তার হতে দিবো না মাদক সেবন কারীদের বিরুদ্ধে কমপ্লেন পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেশবপুরকে মাদক মুক্ত কেশবপুর গড়তে চাই।