
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের পাঁচটি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা এক কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৮৩৫ টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এই আদেশ দিয়েছেন।
নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের হিসাব ফ্রিজ করার আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবসমূহে অর্থ জমা করা যাবে, কিন্তু কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না। নারায়ণ চন্দ্র চন্দ বর্তমানে কারাগারে রয়েছেন।
দুদক সূত্র জানায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আত্মসাতৎ করা অর্থ (বিভিন্ন ব্যাংক হিসাব, এফডিআর ও ব্যাংকে রক্ষিত সঞ্চয়পত্র) জব্দ করতে আবদেন করেন দুদক কর্মকর্তা মো, আব্দুল ওয়াদুদ। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালত নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের পাঁচটি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন।
জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে দুদক সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর নিজ নামে সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ডাচ বাংলা ব্যাংক, আল—আরাফাহ ইসলামী ব্যাংক, জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের অধীনে থাকা সঞ্চয়পত্র একাউন্ট এবং মন্ত্রীর মালিকানাধীন কেপি ব্রিক ফিল্ড ও কনক্রিট ব্রিক্সস অ্যান্ড ব্লকস ফ্যাক্টরি হিসাবে ১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৮৩৫ টাকার হিসাব পেয়েছে।