
যশোরের চৌগাছা উপজেলার বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকার করায় জহুরুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করেছেন।
লেন্টু জানান, জহুরুল ইসলাম তাকে মোটা অংকের চাঁদা দিতে চাপ সৃষ্টি করেছেন। চাঁদা দিতে অস্বীকার করলে জহুরুল ইসলাম গুন্ডা লাগিয়ে এবং পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে তাকে হয়রানি করেছেন। সম্প্রতি, লেন্টু চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করলে জহুরুল ইসলাম দলীয় ব্যানারে মিছিল করে তাকে এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন।
লেন্টু আরও জানান, ১৭ জানুয়ারি তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সন্ত্রাসীরা তাকে মারধর করে ও দোকান ভাংচুর করে। এ সময় দোকানে থাকা নগদ ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
লেন্টু জীবনের নিরাপত্তা চেয়ে চৌগাছা থানায় জিডি করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা এই ধরনের কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনা করছেন।
এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। লেন্টু আশঙ্কা প্রকাশ করেছেন যে, পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে না।
লেন্টু বলেন, তিনি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে দ্রুত আইনি হস্তক্ষেপ কামনা করছেন।