খুলনাসারাদেশ

কেশবপুরে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিসে তালা

আরশাদুল ইসলাম ঝন্টু, কেশবপুর যশোরঃযশোর জেলার কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনকে অপসারণের দাবিতে এলাকা বাসির পক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ওই মিছিল বের করেন স্থানীয় এলাকাবাসী। এ সময় তারা চেয়ারম্যানের কার্যালয়ে তালা মেরে দেয়। পরিষদের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে অফিস খোলা আছে।

এলাকা বাসি জানান, ২০১৬ সালে আমজাদ হোসেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে প্রভাব খাটিয়ে ইউনিয়নের একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায়, দুর্নীতি ও আনিয়ম ও সালিশের মাধ্যমে আর্থ আত্মসাত করেছেন।

এলাকার লোকজন জানান চেয়ারম্যানের অত্যাচারে আমরা ইউনিয়নবসী অতিষ্ঠ হয়ে উঠেছি। এ কারনে তার অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

ইউনিয়নের মঙ্গলকোট গ্রামেরমো শাজাহান জানান তকর ছেলেকে ,চাকুরী দেওয়ার কথা বলে টাকা নিয়েছে চেয়ারম্যান আমজাদ হোসেন আমার কাছ থেকে ৭ লাখ টাকা নেয়। আজ অবধি আমি তার কাছ থেকে ওই টাকা আদায় করতে ব্যর্থ হয়েছি। আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় সে দলীয় প্রভাব খাটিয়ে আমার ছেলে কে চাকুরী দেওয়ার কথা বলে টাকা দেওয়া আজও ফেরত  দেয়নি। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে তার কাছে আমার পাওনা টাকা চাইলে সে  আমাকে পুলিশ দিয়ে বিভিন্ন ধরনের হয়রানি করার হুমকি দেয়।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন বলেন, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই গত রবিবার সকাল সাড়ে ১০ টার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্থানীয় সাধারণ জনগণ  চেয়ারম্যানের কার্যালয়ে তালা মেরে দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button