রংপুরসারাদেশ

রংপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমঝোতা সংলাপ

রংপুরে ‘সমঝোতা ব্যতিত সংবিধান সংস্কার সম্ভব কি ?’ শীর্ষক সমঝোতা সংলাপ হয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই ৩৬ ফোরাম-অপরাজেয় বাংলার উদ্যোগে শনিবার (৮ ফেব্রুয়ারী) নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে।

এতে ক্তব্য রাখেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জুলাই ৩৬- অপরাজেয় বাংলার আহ্বায়ক নাজীর শাহীন, রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, এপিপার্টি মহানগরের আহ্বায়ক অ্যাড. আব্দুর রউফ, ইসলামী আন্দোলন রংপুর জেলার সেক্রেটারী আমিরুজ্জামান পিয়াল, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তৌহিদুর রহমান, জেএসডি মহানগরের সদস্য সচিব এবিএম মশিউর রহমান, নাগরিক ঐক্যের জেলা আহ্বায়ক মাহি আজাদ, রাষ্ট্র সংস্কার আন্দোল জাতীয় কমিটির সদস্য ফরিদুল ইসলাম, কনক রহমান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শাহরিয়ার সোহাগ, জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন সহঅন্যরা।

সংলাপে ‘টেকসই সংস্কারের একমাত্র পথ: রাজনৈতিক সমঝোতা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিব উদ্দীন হোসেন।প্রবন্ধে অন্তর্বর্তীসরকারের অপেক্ষায় না থেকে সকল রাজনৈতিক দল গুলোকে একত্রিত হয়ে সমঝোতা পরিষদ গঠন করে সংবিধান সংস্কারের ব্যাপ্তি এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং প্ররোচনার মাধ্যমে সংবিধান সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার কথা বলা হয়। রাজনৈতিক সমঝোতার এই প্রক্রিয়াকে সহজ করতে অন্তর্বর্তী সরকারের ঐক্য কমিশনকে সেক্রেটারিয়েট হিসেবে কাজ করবার কথাও বলা হয় মূল প্রবন্ধে।

সংলাপে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, রাজনৈতিক দল গুলির এখন অন্তর্বর্তী সরকারের উপর দায়িত্ব চাপিয়ে নিষ্ক্রিয় থাকার উপায় নেই। রাজনৈতিক দল গুলোকে নিজ উদ্যোগে সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় নেতৃত্ব দেবার ঐতিহাসিক দায়িত্ব¡ উপস্থিত হয়েছে। আন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক পক্ষ গুলির মধ্যে সংবিধান সংস্কারের ‘সমঝোতা পরিষদ’ গড়ার উদ্যোগ নিতে হবে। ক্রমাগত নানা অংশীদের মাঝে ও দেশব্যাপী সমঝোতার আলাপ তুলেধরে সংবিধান সংস্কারের টেকসই ও বাস্তবমুখী পথ নির্ধারণ করতে পারবো।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক অধ্যাপক চিনু কবিরের সভাপতিত্বে সংলাপে রংপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button