আইন-অপরাধ
রাজধানীর ফার্মগেট এলাকায় ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

রাজধানীর ফার্মগেট এলাকায় তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম। তারপর তা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে পাওয়া তিনটি ককটেল সদৃশ বস্তু। খবর পেয়ে সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়।
ডিএমপি জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।