খুলনাসারাদেশ

তেরখাদায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সমাজসেবা কার্যালয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধিঃ আজ ৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুবিধাভোগী তরুণ তরুণীদের নিয়ে সমাজসেবা কার্যালয়ের চত্ত্বরে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান’র সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক, মেডিকেল অফিসার ডাঃ অনিক কুন্ডু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার অরুফা খাতুন, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকর শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ মোজাফ্ফর হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এম এ কাদের। বৈঠকে নিরাপদ মাতৃত্ব, জুলাই/২০২৪ বিপ্লব, বেকারত্ব দূরীকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাইসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button