
হাবিবুল্লাহ বাহার, কলারোয়া উপজেলা প্রতিনিধি:
কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, বেকারমুক্ত সমাজ গড়ি, এ স্লোগানকে সামনে নিয়ে কলারোয়ার বেকার যুবক-যুবতীদের মাঝে সিসিডিবি’র আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের ডিজিটাল সন্মেলন কক্ষে সিসিডিবির ইয়ুথ প্রকল্পের উদ্যোগে কলারোয়ার উপজেলার ২২ জন সুবিধাভোগী বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রকল্পের ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও) জহুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম।এ সময় সাংবাদিক আরিফ মাহমুদ, একরামুল কবীর, রিচার্ড অধিকারী ও সুদিপ্ত বিশ্বাসসহ সুবিধাভোগী বেকার যুবক-যুবতী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,বেকার সমস্যা সমাধান কল্পে করিগরী প্রশিক্ষনের কোন বিকল্প নেই। নিজেকে করিগরী প্রশিক্ষনের মাধ্যমে কোন না কোন কাজের দক্ষতা অর্জন করতে হবে। তবেই কাজ শিখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া যেতে পারে।