আইন-অপরাধখুলনাসারাদেশ

কেশবপুরে সড়ক দু‘ঘটনায় বিএনপির নেতার মত্যু

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশারঃ যশােরর কেশবপুরে সড়ক দু‘ঘটনায় সাগরদাঁড়ি ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর রশিদ (৪০) নামে এক বিএনির নেতা মারা গেছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা যায়, শনিবার (১ ফব্রয়ারি ২০২৫) সকাল কেশবপুর উপজেলার গােপসানা গ্রামের মােহোর আলি কারিগরের ছেলে আব্দুর রশিদ (৪০) নিজ বাড়ি থেকে মােটর সাইকেল যােগে পার্শ্ববর্তি বেলতলা টু রাজগঞ্জ যাওয়ার পথে পথিমধ্যে ঘন কুয়াশার কারনে মােটর সাইকেলের নিয়ন্ত্র হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় খেজুর গাছের সাথে আঘাত লেগে ঘটনাস্থলে তার মত্যু হয়।

এখবর পেয়ে তার পরিবারের লােকজন সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। এরপর শনিবার দুপুরে তার যানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button