
হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃনড়াইলের কালিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন কেজি ৭০০ গ্রাম গাঁজা নগদ টাকা সহ মাদক কারবারি মোজাম্মেলকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার( ২৮ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে কালিয়া বাজারের টাউনহল মার্কেট এর সামনে সুতা ব্যবসায়ী ও মাধবপাশা গ্রামের মিকাইল মোল্লার ছেলে মোজাম্মেল মোল্লা কে ১কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫হাজার ২ শত টাকা সহ আটক করে কালিয়া থানা পুলিশের সাব ইন্সপেক্টর সাইফুল্লাহ,টিপু সুলতান ও সুরঞ্জিত কুমার রায় সহ একটি আভিযানিক দল।
আসামি মোজাম্মেল এর দেয়া তথ্যের ভিত্তিতে ভোর রাতে উপজেলার হামিদপুর ইউনিয়নের মদনগাতি গ্রামের সারোয়ার বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাসের রান্না ঘর থেকে আরো আড়াই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
তবে ঐ সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন কালিয়া থানা পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানার ওসি ( তদন্ত) মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে দুটি অভিযান পরিচালনা করা হয় এ সময় নগদ ৫২০০ টাকা, তিন কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তি কে আটক করা হয়।
এই ঘটনায় কালিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আটক আসামিকে নড়াইল কোর্টে প্রেরণ করা হয়েছে।