
নড়াইলের কালিয়া উপজেলার ৬৬ নং পার-কেকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকদার নাজমুল আলমের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার( ২৮ জানুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয়ে তদন্তে আসেন তদন্ত কমিটির ২ সদস্য।তারা হলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানা ও বিকাশ কুমার।
এ সময় তদন্ত কমিটির ২ কর্মকর্তা অভিযোগকারীদে অভিযোগ মৌখিক ভাবে শোনেন ও তাদের যে যে অভিযোগ আছে লিখিত ভাবে নেন।
উল্লেখ্য, চলতি মাসের ১৪ জানুয়ারি প্রধান শিক্ষক নাজমুল আলমের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ঐ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী। এর জের ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আরো জানা যায়, প্রধান শিক্ষক হিসাবে সিকদার নাজমুল আলম ২০১৮ সনে পার কেকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মত বিদ্যালয়ে আসা যাওয়া করেন। বিদ্যালয়ের ৩ লক্ষ টাকার অস্থায়ী টিনসেড ঘর নির্মান প্রকল্প বরাদ্দ হলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করেননি।
তদন্ত শেষে কালিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানা সাংবাদিকদের বলেন, আমরা অভিযোগ এর তদন্ত শেষ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিল করবো। উনারাই পরবর্তি ব্যবস্থা নিবেন।