রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে দিনের ভোট রাতে হবে না – আবুল হোসেন আজাদ

এম আব্দুল করিম, ভ্রাম্যমান প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় গেলে দিনের ভোট রাতে হবে না উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। সকলে মিলে মিশে কাজ করলে সেটার ভবিষ্যৎ ভাল হয়। তৃণমূল বিএনপির মূল শক্তি। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। সেটা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে। দেশে গণতন্ত্র থাকবে। মানুষের মুখে হাসি ফুটবে।

বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমান এ দেশের মানুষকে নিয়ে ভাবেন। জিয়া পরিবারকে শেখ হাসিনা ভয় পায়। এ জন্যে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়। বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে ৭ বার আহবান করা হলেও অনুমতি দেয়নি শেখ হাসিনা সরকার। সাড়ে ১৫ বছর খুন, গুম করে ও মিথ্যা মামলা দিয়ে এ দেশকে ধংসস্তুপে পরিণত করেছে শেখ হাসিনা। ৭৫ সালে দেখেছিলাম তার পিতা শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। শেখ হাসিনাও তাই করেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০ হাজার কোটি টাকার দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনার পরিবার পাচার করেছে বিদেশে। শনিবার সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সুফলাকাটি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুর রহমানের সভাপতিত্বে ইউনিয়নের কলাগাছি বাজারে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলস প্রমূখ।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button