সারাদেশ

ঘাটাইলে দুই শিক্ষকের শোক সভা অনুষ্ঠিত

সবুজ সরকার সৌরভ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

সাভারে সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষক ফারুক হোসেন সিদ্দিকী ও ঘাটাইলের পাকুটিয়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী শিক্ষক পলাশ কর্মকার এর স্মরণে এক শোক সভা প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ই জানুয়ারি ( শনিবার) দুপুরে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা, উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, নিহত শিক্ষকের তিন শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত   শিক্ষক ফারুক  হোসেন সিদ্দিকী (৫০) ভাবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অপর জন শিক্ষক পলাশ কর্মকার (৪০) গৌরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আজহারুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মন্জুরুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাবেয়া মুন্নি, ছামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমূখ ।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button