
খুলনা জেলার রূপসা উপজেলায় ১ জানুয়ারি ২০২৫ আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল – ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। এ প্রদিপাদ্য সঙ্গে নিয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ অনুষ্ঠিত হয়। এ দিনে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরে, নতুন ক্লাস, নতুন বই পেয়ে আনন্দ উল্লাস করতে থাকে।
সারা দেশের ন্যায় সমগ্র রূপসায় ৬৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৩৫ টি বেসরকারী প্রাথমিক, কিন্ডারগার্ডেন, এক যোগে বই বিতরণী উদ্বোধন উপলক্ষ্যে রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ইনেসট্রাক্টর কাজী এহতেশামুল হক, এসএস আলী আকবর, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা, এসএমসির সদস্য শিক্ষক মো. আমিনুল ইসলাম, অভিভাবক সভাপতি শিক্ষক এসকে কুদরত আলী, প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাবানা। বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীর ভিড় ছিল চোখে পড়ার মত।