খুলনাসারাদেশ

কেশবপুর খ্রিস্টান মিশনে এক ৯ম শ্রেণির পাহাড়ী শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর পৌর শহরের সাহাপাড়ায় খ্রিস্টান আউট রিসোর্ট সেন্টার ফাউন্ডেশন অফ বাংলাদেশ মিশনের রাজেরুম ত্রিপুরা (১৫) নামে এক ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে কেশবপুর থানা পুলিশ। গত শুক্রবার রাতে খ্রিস্টান মিশনের ভিতরে ওই শিক্ষার্থীর শয়নকক্ষের জানালার গ্রিলে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন মিশন কর্তৃপক্ষ। রাজে রুম বান্দরবন জেলার থানচি থানার কালুপাড়া গ্রামের রমেশ ত্রিপুরার মেয়ে বলে জানা যায়।

এই ব্যপারে কেশবপুর থানা ডিউটি অফিসার জানান অপমৃত্যু মামলা হয়েছে মামলা নম্বর ১২ এবং লাশটি যশোরে মযনা তদন্তের জন্য পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button