আইন-অপরাধবরিশাল

কাউখালীতে একাধিক মামলার আসামি আকন গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে একাধিক মামলার আসামি ও যুবলীগের ক্যাডার সরোয়ার হোসেন আকনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে উপজেলার শিয়ালকাঠী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার সরোয়ার হোসেন আকন শিয়ালকাঠী গ্রামের মৃত আশ্রাব আলী আকনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান।

এলাকাবাসী জানান, সরোয়ার আকন আওয়ামী লীগ সরকারের আমলে শিয়ালকাঠীর চৌরাস্তা এলাকায় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। এছাড়াও তার নির্দেশেই চলতো চাঁদাবাজি ও জমি দখল।

২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ৬ ডিসেম্বর চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন মনোয়ারা ট্রেড সেন্টারে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায় তিনি। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ গ্রেপ্তার করে। জামিনে বের হয়ে এলাকায় আবার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ঘটালে গত ১৩ জানুয়ারি কাউখালী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

মামলার বাদী নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, সরোয়ারের সহযোগী কামাল আকনকে গ্রেপ্তার করেতে পারেনি সাত মাসেও।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button