শিক্ষাসারাদেশ

ধর্ষকদের ফাঁসির দাবিতে শাবিপ্রবিতে বিক্ষোভ

আছিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) বিকেল ৩টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রী হল ঘুরে গোলচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণের ঘটনা দিনদিন বেড়েই চলছে। মাত্র আট বছরের শিশুও নিরাপদ নয়। সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা আরও বলেন, রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করতে হবে এবং আছিয়ার ধর্ষকদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ চুপ থাকবে না।

এছাড়াও, এ সমাবেশে তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং দেশের অরাজকতা নিরসনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button