লন্ডনের ঐতিহাসিক বিগ বেনে ফিলিস্তিনি পতাকা হাতে ১৬ ঘণ্টা অবস্থান যুবকের

ফিলিস্তিনি পতাকা হাতে লন্ডনের ঐতিহাসিক বিগ বেন ক্লক টাওয়ারে উঠে পড়ার ১৬ ঘণ্টা পরে নেমে এসেছেন আরোহণকারী এক যুবক। শনিবার টাওয়ারে ওঠা এই ব্যক্তি স্থানীয় সময় রোববার (৯ মার্চ) ভোরে মাটিতে ফিরে আসার পর আটক হন। পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৭টার কিছু পরেই ওই ব্যক্তিকে প্রথম দেখা যায়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তিনি ঐতিহাসিক ক্লক টাওয়ারের কয়েক মিটার উঁচুতে একটি ঢালের উপর খালি পায়ে দাঁড়িয়ে আছেন। হাতে ধরে আছেন ফিলিস্তিনি পতাকা।
জরুরিসেবা কর্মীরা তাকে নিচে নেমে আসার জন্য বারবার অনুরোধ করে। তবে তিনি সারা দিন এবং রাতের রাতেও টাওয়ারের উপরে অবস্থান করেন।
ভিডিও ক্লিপে দেখা যায়, পুলিশের আশপাশ থেকে জনতা ওই যুবকের কাজের সমর্থনে ‘ফ্রি প্যালেস্টাইন’ এবং ‘তুমি একজন বীর’ বলে চিৎকার করে। এ সময় তাকে উপর থেকে হাসতে দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, লোকটির পা থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলে মনে হচ্ছে। স্কাই নিউজ জানিয়েছে, তার পায়ের চারপাশে টাওয়ারে একটি লাল দাগ দেখা গেছে, আপাতদৃষ্টিতে রক্তের দাগ বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, টাওয়ারে ওঠার সময় তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার শুরুতেই ওয়েস্টমিনস্টার ব্রিজের আশেপাশের এলাকা বন্ধ করে দেওয়া হয়। সফর করা হয় সংসদীয় বাতিল। লোকটি নেমে আসার পরই রাস্তাগুলো আবার খুলে দেওয়া হয়। লোকটি ইনস্টাগ্রামে ক্লক টাওয়ারের উপর থেকে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন। ভিডিওর একটিতে তিনি তিন দিনের বেশি সময় টাওয়ারের উপর থাকার ইচ্ছা পোষণ করেছিলেন।