আইন-অপরাধ

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর অবস্থা আশঙ্কাজনক

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি ভালো নেই। শিশুটিকে শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি জানান, ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ। শিশুটির জিসিএস মাত্রা ৪-এ নেমে এসেছে। হত্যাচেষ্টার সময় গলাতে যে ইঞ্জুরি হয়েছে সেটার জন্য তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছে, শরীরে জ্বর আছে এবং নিউমোনিয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আপনারা সবাই তার জন্য দোয়া করুন।

আপনাদের কাছে অনুরোধ, নিশ্চিত না হয়ে কেউ গুজব ছড়াবেন না। শিশুটির মামা ইউসুফ বিশ্বাস জানান, শিশুটির এখনো জ্ঞান ফেরেনি। গত রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এখনো তার অবস্থা একই রকম রয়েছে। তিনি দেশব্যাপী সবার কাছে দোয়া চেয়েছেন

সম্পর্কিত নিবন্ধ

Back to top button