
শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার, জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, জাতীয় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় ২৯/১২/২০২৪ তাং ২১ দফা দাবি নিয়ে, ইউনিটিটিউটের মাধ্যমে দেশে সাংবাদিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য সকল বিভাগীয় সদরে পিআইবির শাখাখুলতে হবে।
দেশে ও বিদেশেও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারাদেশে সাংবাদিকদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে একটি জাতীয় সাংবাদিক অধিকার সনদ প্রণয়ন করতে হবে। জাতীয় সংসদের মাধ্যমে জাতীয় সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে। প্রেস কমিশন গঠন করে তার রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমের জন্য শিল্পনীতি প্রণয়ন করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে সকল অভিযোগ প্রেজ কাউন্সিলের নিষ্পত্তি করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি দন্ডবিধি প্রয়োগ ও গ্রেফতার পরিহার করতে হবে। গ্রামীণ সাংবাদিক সহ সকল সাংবাদিককে নিয়োগপত্র প্রদান ও বেতন বোর্ড বোয়েদাদ অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সাংবাদিক পেনশন স্কিম, গ্রুপ বীমা ও অন্যান্য সুবিধা চালু করতে হবে। একটি জনকল্যাণমুখী পেশা হওয়ায় শিক্ষকদের মতো সাংবাদিকদের বেতন ভাতা সরকারী কোষাগার থেকে দেয়ার ব্যবস্থা করতে হবে। গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের দলনের হাতিয়ার সকল কালাকানুন বাতিল করতে হবে। টেলিভিশন ও রেডিওর জন্য ওয়ান চ্যানেল নীতিমালা প্রণয়ন ও অনুসরণ করতে হবে। বিজ্ঞান যেন সংবাদপত্র নিয়ন্ত্রণের হাতিয়ার না হয় তা লক্ষ্য রাখতে হবে। সকল সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন বন্টনে সুষম নীতি অনুসরণ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া নিশ্চিত করতে হবে। গণমাধ্যমে ফ্রিল্যান্স বা খন্ডকালীন সাংবাদিকদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। সরকারি তরফ থেকে গণমাধ্যম নিয়ন্ত্রণের সকল পদক্ষেপ পরিহার করতে হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সরকারী নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে। বেকার সাংবাদিকদের কর্মংস্থান বা বেকার ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। প্রথতযশা সাংবাদিকদের দেশ ও জাতিগঠনমূলক রচনা বাংলা একাডেমি বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রকাশের উদ্যোগ নিতে হবে। অনলাইন নিউজপেপার নিউজ পোর্টালের জন্য সহজ নীতিমালা প্রণয়ন করতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতারা বাংলাদেশের সকল কলম সৈনিক ভাইদের উদ্দেশ্যে ২১ দফা দাবি আদায়ের জন্য জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশ সফল করেন।