খুলনাসারাদেশ

জনবাণী সম্পাদকসহ ৪ জন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

মো. মামুন হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাতক্ষীরায়া মানববন্ধন হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালবেলা জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, মানববকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মামুন হোসেন, খবর বাংলাদেশ জেলা প্রতিনিধি বাবলুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাহাত রাজা, দৈনিক গণজাগরন জেলা প্রতিনিধি মামুন খান, সাপ্তাহিক সূর্যের আলো বার্তা সম্পাদক মুনসুর রহমান, দৈনিক যশোর পত্রিকার সহ সম্পাদক মুজাহিদ ইসলাম, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলী, সুপ্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আক্কাজ, সাংবাদিক গফুর হাসান, সাদিকুর রহমান, মোতালেব হোসেন, কিশোর কুমার, ইয়ারুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button