রাজনীতি

সরকারি নিয়ম মেনে ভবন নির্মাণ করতে হবে : রিহ্যাব প্রেসিডেন্ট

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেছেন, ডেভেলপারস ব্যবসায়ীদের অবশ্যই রিহাবের সদস্য হতে হবে। এই ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, ‘যত্রতত্রভাবে যেমন ইচ্ছা ভবন নির্মাণ করলে জবাবদিহিতা থাকে না। রিহ্যাবের সদস্যপদ নিয়ে ও সরকারি নিয়ম মেনে ভবন বানাতে হবে।’

রিহ্যাব প্রেসিডেন্ট শুক্রবার কুমিল্লার পাদুয়ার বাজার কর্ণফুলী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভবন নির্মাণে প্ল্যান পাসের জটিলতা নিরসনে স্থাপত্য অধিদপ্তর করার দাবী জানিয়ে তিনি বলেন, ভবন নির্মাণ করতে গেলে প্ল্যান পাসের অনেক জটিলতা রয়েছে। সুনির্দিষ্ট গাইডলাইন বা নিদিষ্ট কোনো দপ্তর না থাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী বা ব্যক্তি উদ্যোগে ভবন নির্মাণ করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, গোল্ড সিলভার ডেভেলপার লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ ও কুসিকের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ব্যবসায়ী ও আবাসিক সমন্বয়ে ১৭ তলা বিশিষ্ট কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিংমল নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষ্যে দোকান ও ফ্ল্যাট বুকিং দিলেই পাওয়া যাচ্ছে ২ লাখ টাকা ছাড়।

সম্পর্কিত নিবন্ধ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button