
শরীফুল ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি :যশোরের বেনাপোল,বন্দর নগরীর বেনাপোলে ৪ নম্বর বেনাপোল ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় এর উদ্যোগে( ১৬/০২/২০২৫) রবিবার সকাল ১০ ঘটিকার সময় বেনাপোল ইউনিয়ন পরিষদের হল রুমে বেনাপোল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়নের প্রশাসক মোঃ আব্দুর রশেদ ৪ নম্বর বেনাপোল ইউনিয়ন পরিষদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল চার নম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেনাপোল ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আলমগীর সিদ্দিকী,
প্রশাসক মোহাম্মদ আব্দুর রশেদ তার দীর্ঘ বক্তব্যে গ্রাম আদালত সম্পর্কে উপস্থিত সকলকে অভিহিত করেন ,তিনি বলেন কোন অবস্থাতেই গ্রাম আদালতকে ছোট করে দেখার অবকাশ নাই, আপনারা যারা গ্রাম বা ওয়ার্ডের নেতৃত্ব দেন সকলে গ্রাম আদালতকে প্রতিষ্ঠিত করার জন্য একসাথে কাজ করবেন ।
বর্তমান সরকার জনগণের আইনি সুবিধা দিতে সমাজে বিশৃঙ্খলা রোধ করতে গ্রাম আদালতের উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বিশেষ অতিথি আলমগীর সিদ্দিকী বলেন আমরা যারা ইউনিয়ন পরিষদের নেতৃত্বে আছি প্রত্যেকেই ইউনিয়নের জনগণ যাতে করে সঠিক ও ন্যায় বিচার পায় তার জন্য কাজ করে যাচ্ছি। গ্রাম আদালত একটা সালিশি প্রক্রিয়া সঠিক এবং সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে আগামী দিনে আপনাদের সহযোগিতায় বেনাপোল ইউনিয়ন কে গ্রাম আদালতের একটি মডেল হিসেবে পরিচিতি পাবে।
পরে উপস্থিতদের মধ্য থেকে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বেনাপোল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাশেম সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান খোকন সাংবাদিক কামাল উদ্দিন বিশ্বাস ইউপি সদস্য সেলিনা রহমান জামাত ইসলামের ইউনিয়ন আমি র শফিকুর ইসলাম বিএনপি নেতা মুজিবুর রহমান।
আলোচনা শেষে র্যালি ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ক কমিটির অনুষ্ঠান শেষ হয়।