খুলনাসারাদেশ

হাবিবুল্লাহ বাহার ( সাতক্ষীরা) : আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল দৃঢ়করণ,দক্ষতা উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করার লক্ষ্যে

সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ আশরাফুজ্জামান সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন খুলনা রেঞ্জর বিএএম উপপরিচালক মো. নুরুল হাসান ফারিদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম,
সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন
আনসার ব্যাটালিয়ন খুলনার পরিচালক মোল্ল্যা আবু সাঈদ, আনসার ব্যাটালিয়ন যশোর এর পরিচালক মো. তরফদার আলমগীর হোসেন, সংযুক্ত খুলনা রেঞ্জ এর উপপরিচালক মো.আজিম উদ্দীন,যশোর জেলা কমান্ড্যান্ট মোঃ আল-আমিন হোসেন,খুলনা জেলা কমান্ড্যান্ট মো.মিনহাজ আরেফিন,সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি,সাতক্ষীরা জেলা হিসাব নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আজগর আলী প্রমুখ।

এছাড়া সাতক্ষীরা জেলায় কর্মরত বর্তমান ও সাবেক আভি কর্মকর্তা কর্মচারী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহ বিভিন্ন পবদীর প্রাধিকারকৃত ৩০০ জন আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই স্মরণ করেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জীবন উৎসর্গকারী বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা প্রিয় মাতৃভূমি।
তিনি আরও স্মরণ করেন ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের। তিনি বলেন, দেশব্যাপী তৃণমূল পর্যায়ের বেকার তরুণ-তরুণীদের যুগোপযোগী ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আনসার ভিডিপির সমৃদ্ধির ছায়াতলে নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে। মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে সকল ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির জন্য পেশাদারিত্ব মনোভাব পোষণ করা এবং , সাম্যতা ও সর্বক্ষেত্রে ন্যায্য হক নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন
সমাবেশে বাহিনীর সদস্যদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা, প্রশিক্ষণে কৃতিত্ব এবং দায়িত্ব পালনে নিষ্ঠার জন্য বেশ কয়েকজন সদস্যকে সম্মাননা দেওয়া হয়।জেলা সমাবেশের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নতুন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পেয়েছেন। এই সমাবেশ তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button