
মামুন হোসেন, সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।
আজ রবিবার (১২ জানুয়ারি) ভোর ৫ টার সময় চান্দুরিয়া বিওপি এলাকায় বিশেষ আভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কলারোয়া থানার গোয়ালপাড়া গ্রামের আব্দুল বারির ছেলে আজিজুল ইসলাম ও যশোর জেলার শার্শা থানার গোগা গ্রামের মোঃ মশিউর রহমানের ছেলে মোঃ আনিসুর রহমান।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, চান্দুরিয়া সীমান্ত পিলার ১৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া নামক স্থান হতে চান্দুরিয়া বিওপির হাবিলদার মোঃ নাসিম উদ্দিন এর নেতৃত্বে একটি আভিযানিক দল তাদের আটক করে।
তিনি আরো জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃতদের কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।