আইন-অপরাধসারাদেশ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ১০ জন আটক

 মামুন হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে পাঁচজন নারী ও পাঁচজন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে জেলার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম (২৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার শারমিন বেগম (৩০)। এদের সঙ্গে পাঁচজন শিশু রয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক জানান, আটককৃতরা ৬ মাস আগে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। এরপর ভারতে অবৈধদের ধরতে ধড়পাকড় শুরু হয়। একপর্যায়ে তারা আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button