
হাবিবুল্লাহ বাহার স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর উদ্যোগে বিভিন্ন এতিমখানা ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। শুক্রবার (১৪ মার্চ) সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর আয়োজনে বিকাল থেকে শহরের মেহেদীবাগে অবস্থিত বৃদ্ধাশ্রম, হালিমা খাতুন শিশু সদন, দক্ষিণ কাটিয়া রহমানিয়া এতিমখানাসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পথচারীদের মাঝে উক্ত ইফতার বিতরণ করা হয়।
সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সভাপতি ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবং দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার তৌফিকুজ্জামান লিটুর সঞ্চালনায় এ ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সংগঠন সব সময় সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা মাহে রমযানে তারই ধারাবাহিকতায় শহরের মেহেদীবাগে অবস্থিত আরা বৃদ্ধাশ্রম, হালিমা খাতুন শিশু এতিমখানা, কাটিয়া এতিমখানা সহ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছি।এ রমযানে দুঃস্থদের ইফতারের ব্যবস্থা করা অবশ্যই একটি মহৎ উদ্যোগ। এ মহৎ উদ্যোগে শামিল হতে পেরে আমরা আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক কাফেলা পত্রিকার চিফ রিপোর্টার মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার খুলনা ব্যুরো মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দৈনিক ৭১ এর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড এবিএম সেলিম, দৈনিক জবাবদিহি পত্রিকারা জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন, দৈনিক একুশে সংবাদ পত্রিকার মাসুদ আলী, দৈনিক আজাদ বানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক পয়গাম পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাপ্তাহিক নির্ভীক সংবাদ পত্রিকার আব্দুল মান্নান, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান, দৈনিক সবার আগে পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার আবু জাফর, দৈনিক একুশে নিউজ পত্রিকার আলী হাসান সোহাগ, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার মোকাররম বিল্লাহ প্রমুখ।