সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

হাবিবুল্লাহ বাহার (সাতক্ষীরা): সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। শুক্রবার ( ২৮ফেব্রুয়ারি) ভোমরা, গাজিপুর, কাকডাঙ্গা , ঝাউডাঙ্গা , মাদরা ও চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন ৩/২ এস হতে মেইন পিলার ৪/২ আনুমানিক ২০০—২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ফলমোড় ও লক্ষাদাড়ি নামক স্থান হতে ১,০৭,৮০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী ও শাড়ি, কম্বল, বোরখা আটক করে। গাজিপুর বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৪ এস আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বোস্তানের ঘের নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৩—৫ আরবি হতে আনুমানিক ৩০০—৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি ও গেরাখালি নামক স্থান হতে ৮৪,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হাচিমপুর মাঠ ও রাজবাড়ী নামক স্থান হতে ৫৪,০০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে। মাদরা বিওপি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রেজার ঘাট বাশ বাগান নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও চান্দুরিয়া বিওপি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/৬ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৫১,৫৫০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশনের গহনা আটক করে। সর্বমোট ৫,০৭,৩৫০/— (পাঁচ লক্ষ সাত হাজার তিনশত পঞ্চাশ) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।