খুলনাসারাদেশ

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের তিন ব্যবসায়ীকে জরিমানা 

সাতক্ষীরায় ভোমরা স্থল বন্দরে,ট্রাক্স ফোর্সের অভিযান,তিনটি কসমেটিক্সের ব্যবসায়ী দের কে জরিমানা। বিস্তারিত।আজ সোমবার দুপুর একটার সময় হঠাৎ ভোমরা স্হল বন্দরে হাজির হয়, ট্র্যাক ফোর্সের একটি টিম। তারা বন্দরের রুপ সজ্জা নামক একটি কসমেটিক্সের দোকনে তল্লাশি চালিয়ে খুজে পায় ভারতীয় কস মেটিক্স সামগ্রী,

এসময় মালিক মিজানুর কে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন, মোঃ রবিউল ইসলামের ভ্যারাটি স্টোরে, এখানেও ভারতীয় কস মেটিক্স সামগ্রী পাওয়া যায়, সেখানে ও জরিমানা করেন ১৫ হাজার টাকা। সর্ব শেষ অভিযানটি পরিচালনা করেন, মায়ের দোয়া ভ্যারাটি স্টোরে,এসময় মালিক মনিরুল ইসলাম কে ২০ হাজার টাকা জরি মানা করা হয়। ট্র্যক ফর্স পরিচালনায় ছিলেন,নির্বাহী ম্যাজিস্টেড পলাশ আহমেদ, ও (৩৩) বিজিবির উপ পরিচালক মাসুদ রানা,সহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button