খুলনাসারাদেশ

সাতক্ষীরায় মৎস্য ঘেরে সেচ দিতে গিয়ে এক তরুন ব্যবসায়ীর মৃত্যু

হাবিবুল্লাহ বাহার:সাতক্ষীরায় মৎস্য ঘেরে সেচ দিতে গিয়ে এক তরুন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শনিবার সকালে কুখরালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফিরোজ হোসেন (৩২)। সে কর্মে একজন ব্যবসায়ী। পারকুখরালী এলাকার আবুল খায়েরের ছোট ছেলে।নিহতের মামাতো ভাই জাহিদ হোসেন জানান, নিজের মৎস্য ঘেরে পানি সেচ দেওয়ার জন্য মোটরে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় অসাবধানত বশত বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়।পরে লোকজন তাকে বাড়ি নিয়ে আসে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button