
মো. মামুন হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃসাতক্ষীরায় আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু ওহাব আলী কর্তৃক ভূমিহীনদের উপর হামলা ও হলুদ সাংবাদিক, আওয়ামী লীগের দোসর হাফিজ ভূমিহীনদের নামে মিথ্যা সংবাদ প্রচার করায় তাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে কালিগঞ্জ-দেবহাটা ভূমিহীন সংগ্রাম কমিটি আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভূমিহীন নেতা সেকেন্দার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. আলম হোসেন, জাকির হোসেনসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, শহীদ জায়েদা নগরের সাবেক সভাপতি ওয়াহব আলি সরদার ক্ষমতার অপব্যবহার করে ভূমিহীনদের সম্পদ নিজের নামে করেছেন। ফুটবল মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন সম্পত্তি দখল করা হয়েছে বলে দাবি করেন তারা।
ভূমিহীন নেতারা অবিলম্বে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া ও হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
মানববন্ধন শেষে শতাধিক ভূমিহীন অসহায় মানুষ সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।