
হাবিবুল্লাহ বাহার স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ২০০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি।
মঙ্গলবার (১০ মার্চ) ভোমরা, গাজিপুর, বৈকারী, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দশ লক্ষ টাকার উক্ত মালামাল আটক করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক স্বাক্ষরিক এক প্রেস নোটের মাধ্যমে সোমবার সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক মেইন পিলার ৩ আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ফলমোড় নামক স্থান হতে ২,২৭,০০০ টাকা মূল্যের ভারতীয় মেশিংয়ের বিভিন্ন যন্ত্রাংশ আটক করে। গাজিপুর বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৫/১৩ এস আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন সামাদের ঘের নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৪ এস আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘড়িয়া নামক স্থান হতে ২০০ পিস ভারতীয় নেশা জাতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট আটক করে।
কাকডাঙ্গা বিওপি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৪ ও ৭ আরবি হতে আনুমানিক ৩০০—৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ছবেদার মোড় ও ভাদিয়ালীর মাঠ নামক স্থান হতে ৯৯,০০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। মাদরা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০—৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শ্মশান নামক স্থান হতে ৪,২০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাদপুর নামক স্থান হতে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সর্বমোট ৯,৮৫,০০০/ (নয় লক্ষ পঁচাশি হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।