আইন-অপরাধখুলনাসারাদেশ

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ১৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

মো. মামুন হোসেন, সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা সীমান্ত এলাকার বিজিবি’র বিশেষ অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্নের বারসহ স্বর্ণ পাচারকারী আটক।

শনিবারন সন্ধ্যা ৭টায় সদরের আবাদেরহাট সীমান্ত এলাকায় বিজিবি এই অভিযান চালায়। আটক পাচারকারী সোহেল উদ্দিন কলারোয়া থানার আইসপাড়া গ্রামের হামেজ উদ্দিনের ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, শনিবার সন্ধ্যায় ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল স্বর্নের চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা অবস্থান নেন। গোপনসূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাচারকারী আবাদেরহাট এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া যায়। এসময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে সামনের অংশে স্কচটেপে মোড়ানে ১৫টি স্বর্নের বার উদ্ধার করা হয়। ইজিবাইক চালক মো: সোহেল উদ্দিন এই স্বর্ন ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত স্বর্নের ওজন ১ কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য ২ কোটি ৩৫ লক্ষ ৩৫ হাজার ২০০ টাকা। আটক আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ন ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button