খুলনাসারাদেশ

সাতক্ষীরায় দু’শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ সুপার

মো. মামুন হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় দুই শতাধিক অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলার বিভিন্ন এলাকার গরীব, দুস্থ, প্রতিবন্ধী, ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে কম্বল পেয়ে অসহায় মানুষ গুলো এসময় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আমিনুর রহমান এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button