আইন-অপরাধ

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

মামুন হোসেন, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলিসহ একজন আটক।

আটককৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরার দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে আসাদুল গাজী।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আহমদ কবিরের নেতৃত্বে দেবহাটার জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় অভিযান চালিয়ে করে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সজীব খান, ডিআইও-১ মো. হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নিজামুদ্দিন মোল্লা, অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এসআই আহমদ কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button