
স্টাফ রিপোর্টার: তৌহিদুর রাহমান:
ঝিকরগাছায় জেলা ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
শুক্রবার বাদ জুম্মা কাটাখাল ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ শেষে গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জানাজার নামাজে শরিক হয়েছিলেন শ্রমিক সংগঠন (৪৬২) এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্রমিক সংগঠন (২২৭) এর সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন, যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর শ্রমিক সংগঠন (৪৬২) সভাপতি বিশ্বনাথ ঘোষ বিশু।