জাতীয়

রোহিঙ্গা সমস্যার সমাধানে জোর দিতে হবে: ফিলিপ্পো গ্র্যান্ডি

জাতিসংঘের শরণার্থীবিষয়ক (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীন পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করলেও রোহিঙ্গা সমস্যার সমাধানে জোর দিতে হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।

বাংলাদেশে সফররত ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, বিভিন্ন চ্যা লেঞ্জ থাকার সত্ত্বেও রোহিঙ্গাদের প্রতিনিয়ত আতিথেয়তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি খুবই জটিল। সেখানে সংঘাত চলছে। আসলে অনেকগুলো সংঘাত সেখানে চলছে। কিন্তু আমাদের অবশ্যই একটি সমাধানের জন্য জোর দিতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button