
মনিরামপুর(যশোর) প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুরে রূপালী ব্যাংক পিএলসি মনিরামপুর শাখার উদ্যোগে শীতার্ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
বুধবার বিকেলে রূপালী কার্য্যালয়ে অনাড়ম্বর পরিবেশে কম্বল বিতরন কর্মসূচির আয়োজন করা হয়।রূপালী ব্যাংক মনিরামপুর শাখার ব্যবস্থাপক আবু তুহিনের সভাপতিত্বে ও ব্যাংকের সেকেন্ড অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক ব্যাংকিং সেবার পথপ্রদর্শক হিসেবে খ্যাত ব্যাংকের খুলনা বিভাগীয় জেনারেল ম্যানেজার রোকনুজ্জামান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জোনের উপমহাব্যবস্থাপক ও সাহাদ আলী এবং মো: সরোয়ার হোসেন। উপজেলার বিভিন্ন এলাকার দেড় শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।