
জয়নাল আবেদীন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :লক্ষ্মীপুরর রায়পুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও প্রথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানের সভাপতিত্বে প্রধান অতথি হিসেবে উপস্থিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সভায় ১২১টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠিানের মানোন্নয়নে বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, জেলা সহকারী প্রথমিকি শিক্ষা কর্মকর্তা কাজী মফিজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ প্রমুখ।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এসময় বলেন, স্কুল শিক্ষার্থীরা যাতে স্মার্ট ফোন না নিয়ে স্কুলে আসে তার জন্য শিক্ষকদের সজাগ থাকতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য আগামীর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ছেলে মেয়েদের লেখাপড়ায় মনোযোগী করতে হবে। সঠিক সময় বিদ্যালয়ে ক্লাস শুরু করতে হবে এবং সঠিক সময়ে ছুটি দিতে হবে। তিনি এসময় ভবিষ্যত জাতি গড়ার কারিগর শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
মতবিনিময় সভায় উপজেলার ১২১ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।