
রংপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের জামতলা নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউপি’র কদমতলি বাজারের আতোয়ার রহমানের ছেলে মোজাহিদুর রহমান (১৭) ও পীরগঞ্জ পৌরসভার ওসমানপুরের আব্দুল কুদ্দুসের ছেলে উপজেলা আনিছুর রহমান রানু (৩৫)। এ ঘটনায় অাহত ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন, বড়দরগা হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ধ্যায় পীরগঞ্জের জামতলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্স্থলে মোজাহিদুর রহমান নিহত হন। অাহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে অানিছুর রহমান রানু মারা যান। বর্তমানে পীরগঞ্জ উপজেলা সদরের ওসমানপুরের হুজুর আলীর ছেলে রেজাউল (৪২) ও পাঁচগাছির ইউপি’র কদমতলি বাজারের আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (৩০) গুরুতর অাহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।