আইন-অপরাধরংপুর

রংপুরে ডেভিল হান্টে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মীকে গ্রেফতার

রংপুর রেঞ্জের আট জেলা থেকে ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।এর মধ্যে রংপুর নগরীতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রংপুর মহানগর কোতোয়ালি থানার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ারটেকার আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম বলেন, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ১৭, দিনাজপুরে ৭, লালমনিরহাটে ৬, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে ৫ জন এবং রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় একজন করে গ্রেফতার হয়েছে।গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ভয়ভীতি প্রদর্শন, হত্যা, হত্যা চেষ্টাসহ নাশকতার পরিকল্পনা এবং অর্থ যোগান দেওয়ার অভিযোগ আছে। এরা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button