আইন-অপরাধখুলনা

র‍্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযানে ২৯৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

র‌্যাবের কার্যক্রমের মাধ্যমে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করা হয়েছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, মাদকের বিস্তার রোধে র‌্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং মাদক চোরাচালান, মাদক ব্যবসায়ী ও তাদের রুট চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

এরই ধারাবাহিকতায়, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দের রাতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানাধীন ১২ নং নিজামপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ শ্রীকোনা গ্রামের মোঃ হাইবাবু (৩৫), পিতা- শফিকুল ইসলাম তার বাড়িতে মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রির জন্য মজুদ করেছে। এই তথ্যের ভিত্তিতে ১৬ মার্চ ২০২৫ তারিখে রাত ১:২৫ ঘটিকায় র‌্যাবের আভিযানিক দলটি অভিযানে বের হয়।

অভিযানে ২ মাদক ব্যবসায়ী, মোঃ একরামুল (২৪) এবং রঞ্জন বিশ্বাস (৩৯), দুজনকেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেখানো মতে, শ্রীকোনা গ্রামের মোঃ হাইবাবু’র বাড়ির আঙ্গিনায় একটি রান্নাঘরের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮,৮৮,০০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিল স্বল্প মূল্যে সংগ্রহ করে এবং দেশের বিভিন্ন জেলায় তা অধিক দামে সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে, সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button