খুলনা

যশোরে শিশুকন্যার গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা

যশোরে চার বছর বয়সী কন্যার গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা করেছে তিন দুর্বৃত্ত। পরে ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার পল্লীতে এই ঘটনা ঘটে। আহত নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই নারীর বোন জানিয়েছেন, দুর্বৃত্তদের মধ্যে একজনকে চেনা গেছে। সে এলাকার মৃত আলমগীরের ছেলে হাসান। হাসাত তার ছোট ভাইয়ের বন্ধু। সে সুবাদে মাঝেমধ্যে তার বোনের বাড়িতপ আসতো।

এলাকাবাসী জানান, রোববার সন্ধ্যার পর হাসান ওই নারীর (২৬) ঘরে নিজের মোবাইলফোন চার্জ দিয়ে যায়। সাড়ে আটটার দিকে আরও দুজনকে নিয়ে হাসান ওই বাসায় যায়। এসময় ওই নারী রান্না করছিলেন।

দুবৃত্তরা ঘরে ঢুকে তার চার বছর বয়সী কন্যাকে জিম্মি করে গলায় ছুরি ধরে ওই নারীকে ধর্ষণে উদ্যত হলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

এসময় ওই নারী চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তার গালে গেঞ্জি ঢুকিয়ে দেয়। এক পর্যায়ে এলাকাবাসী ছুটে আসলে ওই নারীর বা হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের সেবিকারা জানিয়েছেন ওই নারীর হাতের একপাশ দিয়ে ছুরি ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে। তার শিশুকন্যার গলায় ধারাল অস্ত্রের সামান্য আঘাত লেগেছে।

হানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি (ভারপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন হাসপাতালে ঘটনার সময় তিনজন ছিল বলে ওই নারী জানিয়েছেন। এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। ঘটনা সত্য হলে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। এ ঘটনায় বিষয়টি আমলে নিয়ে একাধিক পুলিশের পুলিশের টিম মাঠে আছে অপরাধীদের ধরতে।

সম্পর্কিত নিবন্ধ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button