
যশোরের মনিরামপুর ক্যাডার যার মন্ত্রণালয় তার, ডিএসপুলে কোটা পদ্ধতি বাতিল চাই, সকল ক্যাডারে সমতা চাই..শ্লোগানে ক্যাডার সার্ভিসে বৈষম্য নিরসনের দাবীতে যশোরের মনিরামপুরে মানববন্ধন করেছে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’।
ধারাবাহিক কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় যশোরের মনিরামপুরেও রোববার মানববন্ধনের আয়োজন করা হয়। মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ, কৃষি সম্প্রসারণ অফিসার শাহারিয়া হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জেসমিন সুমাইয়া, ডাঃ হুমায়ূন রশীদ, ডাঃ অনুপ বসু, ডাঃ নাহিদ হাসান, ডাঃ রঘুরাম চন্দ্র, ডাঃ শুরুদেব বিশ্বাস প্রমূখ। মানবন্ধনে বক্তারা প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখান্তের প্রতিবাদ পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে সকল কোটার অবসান করে জনবান্ধব সিভিল সার্ভিসের দাবি করেন।