খুলনাসারাদেশ

যশোরের সমাবেশকে সামনে রেখে কেশবপুরে বিএনপি’র প্রস’তি সভা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি: আগামী ১৮ ফেব্রুয়ারী যশোরের সমাবেশ সফল করার লক্ষ্যে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে শুক্রবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
পৌর বিএনপির সাধারণ সমপাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস’তি সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সমপাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সমপাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সমপাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা যুবদল নেতা আলমগীর সিদ্দিক, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম প্রমুখ। এ সময় ইউনিয়ন বিএনপি ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button