
মনিরামপুর কৃষিই সমৃদ্ধি শ্লোগানকে সামনে নিযে যশোরের মনিরামপুরে তিনদিন(৪-৬ ফেব্রুয়ারী) ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শুরু হয়েছে।
যশোর অঞ্চলে টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে মনিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলার আয়োজন করে। মঙ্গলবার মেলার উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার তবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এসএম মজনুর রহমান,উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ সাইদ রেজা, মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী,অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ, কৃষি সম্প্রসারণ অফিসার শাহারিয়া হোসেনসহ আরো অনেকে। বক্তারা বলেন,মেলার মূল উদ্দেশ্য হলো আধুনিক পদ্ধতিতে দক্ষতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস ও সংগ্রহোতরতর ব্যবস্থাপনার মাধ্যমে উচ্চ মূল্যের নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি এবং ক্ষতি হ্রাস করে খোরপোষ কষিকে বাণিজ্যিক কৃষিতে পরিণত করা।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মনিরামপুর কৃষিতে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এখানকার উৎপাদিত ফসল বিশেষ করে সবজি বিশ্বের অন্ততঃ ২৭টি দেশে নিযমিত রপ্তানী হচ্ছে।