
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃরাজশাহীর মোহনপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে উপজেলা টিম অনূর্ধ্ব ১৭ বালিকা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও অনূর্ধ্ব ১৭ বালক জেলা পর্যায়ে রানার্সআপ হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ই জানুয়ারি) দুপুর ১:৩০ টার সময় উপজেলার নতুন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মোহনপুর উপজেলা শাখা’র সভাপতি শামীমুল ইসলাম মুন, মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক সাহিন আকতার শামসুজ্জোহা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহনপুর শাখার আমীর অধ্যাপক মাওলানা আব্দুল আওয়াল, সেক্রেটারি ও রায়ঘাটি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মৃধা, সাঁকোয়া বাকশৈল কামিল মাদরাসার উপাধ্যাক্ষ মওলানা আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক নয়ন আলম শাহ্, যুবদল নেতা মির্জা শওকত, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলম সরদার, বোয়ালিয়া থানা ২৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবু জোহাক (মধু), উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য ইয়ামিন, রাসেল, মিনহাজ কিবরিয়া, মৌগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হান সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা, তরুণ প্রজন্মের বালক ও বালিকা ফুটবল খেলোয়াড়দের উদ্যোশ্যে নানাভাবে উৎসাহ প্রদানের মাধ্যমে উপদেশ ও পরামর্শ মূলক বক্তব্য দেন। পাশাপাশি তারা প্রত্যাশা করেন, আগামী দিনে যেন তারা বিভাগীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদেরকে খেলাধুলার জন্য প্রস্তুত করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, বিআরডিবি অফিসার মশিউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাজিব হোসেন রাজু সহ প্রমুখ।