বিনোদন

মুক্তি পেল অডিও অ্যালবাম ‘হাত দুটি ধইরাছি’

ঈদ উপলক্ষ্যে দেশের জনপ্রিয় বরেণ্য শিল্পীদের কণ্ঠে সাতটি গান নিয়ে নতুন অ্যালবাম ‘হাত দুটি ধইরাছি’ নিয়ে এলেন নব্বই দশক থেকে মিউজিক ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করা মিউজিক ডিরেক্টর খায়েম আহমেদ। তিনি ‘মাইলস’ এবং ‘নগরবাউল’ ব্যান্ডের সাথে দীর্ঘ সময় কাজ করেছেন।

সিঙ্গেল ট্র্যাকের ট্রেন্ডিং সময়ে সাতটি গানের একটি অ্যালবাম নিয়ে আসা প্রসঙ্গে খায়েম আহমেদ বলেন, ‘এখন অনেকেই সিঙ্গেল ট্র্যাক করছে, অ্যালবাম করাটা লস প্রজেক্ট মনে করছে। তবে আমরা যারা নব্বই দশকে অ্যালবাম করার মজা পেয়েছি, অ্যালবামের প্রতি তাদের একটি দুর্বলতা আছে। সেই ভালোবাসা থেকেই এই কাজটি করা।’

সম্প্রতি ‘গানের আসর’ ইউটিউব চ্যানেল থেকে অ্যালবামটি প্রকাশিত হয়েছে। অ্যালবামটিতে গান করেছেন মোট সাতজন শিল্পী। তাদের মধ্যে রয়েছেন- প্রয়াত সুবীর নন্দী, রিজিয়া পারভীন, এস এ রুবী, মৌসুমী নাহার, নাহিদ আফরোজা, মিতা মল্লিক, চিরঞ্জিত।

অ্যালবামটিতে ‘হাত দুটি ধইরাছি’ শিরোনামের গানটি গেয়েছেন রিজিয়া পারভীন, ‘তোমার গালের টোলের’ গানে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, ‘চিঠি লেখার কথা ছিল’ গানে কণ্ঠ দিয়েছেন এস এ রুবী, ‘নজরের সাথে নজর’ গানে কণ্ঠ দিয়েছেন মিতা মল্লিক, ‘যাদু টোনা তাবিজে’ গেয়েছেন মৌসুমী নাহার, ‘বান্ধবীদের সাথে’ গেয়েছেন নাহিদ আফরোজা এবং ‘ওরে বড়লোকের মাইয়া’ গেয়েছেন চিরঞ্জিত। গানগুলোর কথা ও সুর করেছেন যথাক্রমে মিলন খান, শাহবুদ্দিন ও খায়েম আহমেদ।

 

সম্পর্কিত নিবন্ধ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button