আন্তর্জাতিক

মাজার জিয়ারতে প্রবাসীদের সালালাহ্ সফর

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর ওমানের রাজধানী মাস্কাটের রুই এলাকা থেকে একদল প্রবাসী বাংলাদেশি রওনা হন মাজার জিয়ারতের উদ্দেশ্যে। গন্তব্য—মাস্কাট থেকে প্রায় এক হাজার দুইশত কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ সালালাহ্ শহর।

ঈদুল ফিতরের লম্বা ছুটিকে কেন্দ্র করে গঠিত হয় ৪০ জনের একটি সফরকারী দল। এই দলটি নবী ও সাহাবায়ে কিরামের পবিত্র রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সালালাহ্ গমন করেন। সফরের তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব মাওলানা বেলাল হোসেন নূরী, মো. জাহেদ হাসান ও মো. বাবুল চৌধুরী রাজু।

সালালাহ্ শহরে অবস্থিত বিভিন্ন পবিত্র মাজার পরিদর্শন করেন তাঁরা। এর মধ্যে উল্লেখযোগ্য হল—হযরত এমরান (আঃ), হযরত আইয়ুব (আঃ), হযরত ইউনুস (আঃ), হযরত মুহাম্মদ বিন আলী (রাঃ), এবং হযরত ওয়াইসুল করনী (রাঃ) এর রওজা শরীফ। এছাড়াও আরও অনেক নবী ও সাহাবিদের কবরস্থান জিয়ারতের সৌভাগ্য অর্জন করেন সফরসঙ্গীরা।

ইসলামের দৃষ্টিতে কবর ও মাজার জিয়ারত একটি বরকতময় ও মুস্তাহাব ইবাদত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উত্তম মাধ্যম হিসেবে একে গণ্য করা হয়।

আল্লাহ তাআলা বলেন:
“وَما خَلَقتُ الجِنَّ وَالإِنسَ إِلّا لِيَعبُدونِ”
“আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই এবাদতের জন্য।” — (সূরা আয্-যারিয়াত : ৫৬)

প্রবাসী মুসলমানদের এই ব্যতিক্রমী ধর্মীয় উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ঈদের আনন্দকে ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে আরও মহিমান্বিত করলেন তাঁরা।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button