
যশোরের মনিরামপুর প্রেসক্লাবের দুই দাতা সদস্য আসাদুজ্জামান মিন্টু ও আবু বকর সিদ্দিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সদ্য ঘোষিত উপজেলা বিএনপির কমিটিতে আসাদুজ্জামান মিন্টুকে সাধারণ সম্পাদক ও আবু বকর সিদ্দিককে সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় প্রেসক়াবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুরর রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন। এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু ও সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মুছা, বিএনপি নেতা মফিজুর রহমান, আব্দুল হাই, মোতালেব হোসেন, অধ্যাপক নাজমুল হক লিটন,খান শফিয়ার রহমান, জাহাঙ্গীর আলম প্রমূখ।সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, সমাজের দর্পন।তাদের বলিষ্ঠ ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে।সম্মামনা স্মারক প্রদানের জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।